২০১৯-২০ অর্থবছরে সম্ভাব্য প্রধান অর্জনসমূহ
১। কমপক্ষে ১৫ টি পল্লী মানব সংগঠন সৃষ্টি/সচল করা হবে;
২। নতুন সদস্য ভর্তি/ অন্তর্ভূক্ত করা হবে ৫০০ + জন।
৩। ১০০০ + জন উপকারভোগী সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
৪। পুঁজি গঠন করা হবে ৫০ + লক্ষ টাকা;
৫। উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হবে ৪৮ + কোটি টাকা।
৬। ক্ষুদ্র অবকাঠামো নির্মাণ/মেরামত করা হবে ৩০ + টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস